আপনি কি এমন কাজ পছন্দ করেন যা মানুষের জীবন বাচায় এবং যে কাজের মাধ্যমে ব্যাক্তি, পরিবার এমনকি পুরো সমাজের পরিবর্তন সম্ভব? আর ঠিক সেই কাজটিই যদি পেশা হিসেবে নেয়া যায়?
নার্সিং হল ঠিক এমনিই একটি পেশা । যা দিয়ে নিজের জীবনমান উন্নয়নের সাথে সাথে অপরের জীবনও বাঁচানো যায়। পেশা হিসাবে নার্সিং কতটা অর্থবহ হতে পারে তা সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী আরেকবার অনুধাবন করল। এ পেশা যেমন জনহিতকর তেমনি অনেক সুযোগ, চ্যালেঞ্জ এবং পুরষ্কারে ভরা। এটি এমন একটি পেশা যেখানে আক্ষরিকভাবেই সর্বস্তরের মানুষের কল্যাণ করার সুযোগ রয়েছে। চলুন দেখে নেয়া যাক নার্সিং কেন একটি আকর্ষণীয় এবং মহান পেশাঃ
১. নিশ্চিত কর্মসংস্থানঃ ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সদ্য পরিবর্তিত স্বাস্থ্যব্যাবস্থায় আগামীতে জাতিয় ও আন্তর্জাতিকভাবে পেশাদার নার্সদের অভূতপূর্ব চাহিদা হবে। দেশে যেমন প্রশিক্ষিত নার্সদের চাহিদা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তেমনি ইতিমধ্যে বেশ কয়েকটি উন্নত দেশও প্রশিক্ষিত নার্সদের চাহিদা প্রখরভাবে অনুভব করছে। তারা এমনকি স্বল্পোন্নত দেশ দেশগুলো থেকে প্রশিক্ষিত নার্স নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যেমন কানাডা সম্প্রতি বাংলাদেশের কাছে তিন হাজার প্রশিক্ষিত নার্স চেয়েছে যাদের তারা নিজের দেশের নাগরিকত্বসহ আরো অনেক সুযোগ সুবিধা দেবে।
২. বহুমুখী কর্মক্ষেত্রঃ ক্যারিয়ার হিসেবে নার্সিং এর মত বিচিত্র পেশা খুব কমই আছে। বর্তমানে স্বাস্থ্য শিল্পকে শুধুমাত্র হাসপাতালকেন্দ্রিক ভাবার অবকাশ নেই। হাসপাতাল ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারি সংস্থা, তৈরী পোশাক শিল্প এবং হোম কেয়ার প্রতিষ্ঠানগুলিতে নার্সদের কর্মসংস্থান রয়েছে।এখানেই শেষ নয়, আপনি যদি প্রবীণদের প্রতি সহানুভূতিশীল হোন এবং তাদের জীবনযাত্রায় অবদান রাখতে চান তবে বয়স্কযত্ন কেন্দ্রগুলিতে কাজ করতে পারেন। তাছাড়াও বিশেষ স্বাস্থ্য সেবা যেমন মানসিক স্বাস্থ্য সেবা, ধাত্রীবিদ্যা ইত্যাদি পথতো খোলাই রয়েছে।
৩. দুর্দান্ত ক্যারিয়ারের সুযোগঃ দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন স্তরের যোগ্যতা অর্জন করার সাথে সাথে আপনি ক্রমাগত আপনার ক্যারিয়ারে অগ্রসর হবেন। একজন সহকারী নার্সি হিসাবে ক্যারিয়ার শুরু করে আপনার মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে একজন সিনিয়র স্টাফ নার্স, নার্স ম্যানেজার, নার্স শিক্ষিকাসহ আরও অনেক অনেক আকর্ষণীয় ও সম্মানিত পদ পেতে পারেন ।
৪. অসহায় ও সুবিধা বঞ্চিত লোকদের সহায়তা করার সুযোগ: এ পেশায় আপনি একজন অসহায় ব্যক্তিকে সেবার মাধ্যমে তার নিজের জীবন এবং তার পরিবারের সুখ আনতে পারেন। এ পেশার বিভিন্ন শাখার প্রতিটি যেমন মানসিক স্বাস্থ্য ব্যাবস্থাপনা, বয়স্ক যত্ন, মিডওয়াইফারি ইত্যাদি একজন ব্যক্তি তথা পুরো সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। নোবেল নার্সিং কলেজ, চট্টগ্রাম পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বেশীর ভাগ রোগীই যারা ভালো নার্সিং সেবা পেয়েছেন তারা সারা জীবন তাদের নার্সদের প্রচেষ্টার কথা মনে রাখেন এবং তাদের শুভকামনা করেন।
শেষ কথা হল আপনার যদি সেবা কেন্দ্রিক আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার ইচ্ছা, যেখানে পরিশ্রম, মেধা ও যোগ্যতার মাধ্যমে অনেকদুর এগোনোর সুযোগ রয়েছে, সাথে দ্রুত পরিবর্তনশীল স্বাস্থ্যসেবা শিল্প ও পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিত্য নতুন প্রশিক্ষন এবং হঠাত উদ্ভূত বিরূপ পরিস্থিতির চ্যালেঞ্জ গ্রহণের মত মানষিকতা থেকে থাকে তবে পেশা হিসাবে নার্সিং আপনারই জন্য।
Recent Comments